হলিউডের হাত ধরেই শুরু হয়েছিল MeToo আন্দোলন। তারপর সেই বিদ্রোহ ছড়িয়ে পড়ে বলিউডেও তবে এবার এই ইস্যুতে মুখ খুললেন জেনিফার লোপেজ। একজন ডিরেক্টর তাঁর সঙ্গে যে ব্যবহার করেছিল, তা শুনলে অবাক হয়ে যেতে হয়।
কিছুদিন আগে এক আলোচনায় তাঁর এই অভিজ্ঞতার কথা উঠে আসে। ইন্ডাস্ট্রিতে কী ধরনের ঘটনা ঘটে থাকে, সেকথাই উল্লেখ করেছেন তিনি। আর এই মুভেমেন্টের হাত ধরে কীভাবে বাস্তবে প্রতিবাদ জানানো সম্ভব হয়েছে, সেকথাও উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, ‘আমরা অবশেষে বলতে পেরেছি, যে অনেক হয়েছে আর নয়।’
ক্যারিয়ারের শুরুতে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল তাঁর। তাঁকে একজন ডিরেক্টর বলেছিলেন ‘টপ’টা খুলে ফেলতে। জেনিফার লোপেজ উত্তর দিয়েছিলেন, ‘কী দেখতে চান?’ তাঁর দাবি তাঁর বক্ষদেশ দেখার জন্যই এমনটা বলেছিলেন ওই ডিরেক্টর।
জেনিফার লোপেজ তখন বলেছিলেন, ‘না আপনাকে দেখাব না, আপনি সেটেই দেখবেন। লোপেজ বলেন, যদি সেদিন চাপের মুখে নতিস্বীকার করতেন, তাহলে হেনস্থা আরও বেড়ে যেত।’