পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ দলের বিপক্ষে টানা তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। এর মধ্য দিয়ে যুব ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিন ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
আজ মঙ্গলবার চট্রগ্রামের জহুরুল আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। দ্রুতই দুই ওপেনার সাজিদ ও প্রিতমের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন হৃদয়। এরপর প্রান্তিক নওরজ নাবিলের সাথে বাঁধেন জুটি। দুজনেই তুলে নেন অর্ধশতক।
কিন্তু নাবিল ৬৫ রানে বিদায় নিলেও দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তৌহিদ হৃদয়। সেই সাথে এগুতে থাকেন নিজের ব্যক্তিগত শতকের দিকে। ইনিংসের ৪৯তম ওভারে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পাশাপাশি চলতি সিরিজে টানা তৃতীয় সেঞ্চুরি তুলে নেনে তিনি।
এর আগে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১২৪* ও চতুর্থ ওয়ানডেতে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন হৃদয়। চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরির মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। আর আজকের সেঞ্চুরির মাধ্যমে যুব ক্রিকেট ইতিহাসে বিশ্বে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকার তৃতীয়তে এখন তিনি।
সর্বোচ্চ ৬ সেঞ্চুরি করে হৃদয়ের উপরে আছেন পাকিস্তানের সামি আসলাম।