নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেছেন, দেশের জনগণ এ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। সংসদে বিল উত্থাপিত হয়েছে ধর্মঘট নাকি করা যাবে না। তারা শ্রমিকদের মুখ বন্ধ করে দিতে চায়। তারা সেনাবাহিনীকে ধ্বংস করেছে, সাগর রুনীকে হত্যা করেছে। বিচারপতিদের লাঞ্ছিত করেছে। তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তাদের এই চিন্তা ভাবনাকে সফল হতে দিবে না।
বিএনপি’র কেন্দ্র ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও ১০দফা বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জ বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্যে রাখতে তিনি এসব কথা গুলো বলেন।
শনিবার ( ৮এপ্রিল ) সিদ্ধিরগঞ্জে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়।
তিনি আরও বলেন, সরকারের দায়িত্বশীলরা আগে প্রভু রাষ্ট্রের হাতে দেশের সম্পদ তুলে দিয়ে ক্ষমতায় টিকে ছিল। আজ তারাও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজ তারা সব হারিয়ে লন্ডনমুখী নেতার শরণাপন্ন হয়েছেন যে দেশকে বাঁচানোর জন্য আপনার সহায়তার প্রয়োজন। এটা সম্ভব জাতীয়তাবাদী দলের জিয়ার আদর্শের সৈনিকদের কারণে। জিয়াউর রহমান যেমন স্বাধীনতা ডাক দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক তেমনি আজকে ১৫ টি বছর যাবত বিএনপি নেতা কর্মীরা হামলা মামলা গুণ নির্যাতন সহ্য করেও রাজপথে রয়েছেন।
তিনি আরো বলেন, এ সরকারের প্রশাসনের আশি ভাগ লোক সরকারের কাছ থেকে বিমুখ। তারা অপেক্ষায় আছেন। এ দেশের দুই তিন হাজার সরকারি কর্মকর্তাদের ওপর ভর করে ষোল কোটি মানুষকে দাবিয়ে রাখতে চাইছে। আজ সবাই তাকিয়ে আছে জাতীয়তাবাদী দলের দিকে। বিজয় আমাদের সন্নিকটে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি দ্বাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে পারি তাহলে কোন অপশক্তি আমাদেরকে ঐক্যবদ্ধ বিনষ্ট করতে পারবে না।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র আহ্বায়ক মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব কাউন্সিলর ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।