নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন ৫ম উপজেলা সাধারণ নির্বাচনের ৪র্থ পর্যায়ে নারাণগঞ্জের তিন উপজেলায় (আড়াইহাজার, সোনারগাঁ, রূপগঞ্জ) উপজেলা চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জনসহ মোট ৩৭ প্রার্থী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (৪ মার্চ) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা জেলা ও উপজেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ৬ মার্চ সকালে এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাঁছাই করা হবে।
উপজেলা চেয়ারম্যান পদে আড়াইহাজার উপজেলায় মুজাহিদুর রহমান হেলো সরকার, মো.আজাদ খান, মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লা, গোলাম মোহাম্মদ, মো.শাহজালাল, মো.আবুল হাসেমসহ মোট ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোনারগাঁ উপজেলায় মাহফুজুর রহমান কালাম, মো. মোশারফ হোসেন এবং মো. রহমত উল্লাহ মোট ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন এবং রূপগঞ্জ উপজেলায় মো. মোখলেছুর রহমান, মো.তাবিদুল কাদির, মো.শাহজাহান ভূইয়া, এস আলম মোট ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগ এ তিন উপজেলায় মুজাহিদুর রহমান হেলো সরকার, মো. মোশারফ হোসেন এবং মো.শাহজাহান ভ্ইূয়ার নাম তাদের দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করে ঘোষণা করে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম আওয়ামী লীগের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আড়াইহাজারে উপজেলায় একমাত্র প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।সোনারগাঁয়ে এম.জাহাঙ্গীর হোসেন ভূইয়া, বাবুল হোসেন, মো.আবু নাইম, মো.শাহজালাল মিয়া, মো.শাহআলম মিয়া, নেকবর হোসেন নাহিদ, মো. শেখ ফরিদ, মো. মনির হোসেনসহ মোট ৮ প্রার্থী মনোনয়য়পত্র দাখিল করেছেন। রূপগঞ্জে এড. মোহাম্মদ স্বপন ভূইয়া, মো. সোহেল আহম্মদ ভূঁইয়া ইফসুফ চৌধুরী, মো.হাবিবুর রহমান, মোতাহের হোসেন, মো.আ.আলিম সরকারসহ মোট ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আড়াইহাজারে একমাত্র প্রার্থী হিসেবে ঝর্না রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। সোনারগাঁয়ে মাহমুদা আক্তার, মোসা.ফরিদা পারভিন, হেলেনা আক্তার, মোসা.নাছিমা আক্তারসহ ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রূপগঞ্জেও নাসরিন আক্তার চম্পা, মোসা.হ্যাপি বেগম, সৈয়দা ফেরদৌসী আলম নীলা, শায়লা তাহসিনসহ মোট ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।