নারায়ণগঞ্জের কন্ঠ:
তৃতীয়বারের মত বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘বিপিএম’ পদকে ভূষিত হলেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা “বিপিএম” (বাংলাদেশ পুলিশ পদক) ব্যাচ পরিয়ে দেন।
অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা,সততা ও শৃঙ্খলামূলক আচারণের জন্য তিনি এ সম্মাননা অর্জন করেছেন। এর আগেও তিনি দুই বার “পিপিএম” (প্রেসিডেন্ট পুলিশ পদক) ভূষিত হন।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পান হারুন অর রশীদ। এর আগে এসপি হারুন অর রশীদ ২০১৪ সালের ২৪ আগস্ট পুলিশ সুপার হিসেবে গাজীপুরে যোগদান করেছিলেন।
২০১৬ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফায় গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিলে এসপি হারুন অর রশিদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল।
নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বারষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে হিসেবে পুনর্বহাল করেন। দুই দফা মিলিয়ে ৪ বছর গাজীপুরে ছিলেন তিনি।
এসপি হারুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে ২০তম বিসিএস-এর মাধ্যমে ২০০১ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।