নারায়ণগঞ্জের কন্ঠ :
নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দলিল তল্লাশি কারক কল্যান সমিতির সভাপতি হাবিবুর রহমান মিল্টন ও সাধারণ সম্পাদক মোবারক হোসেনের প্রতি অনাস্থা প্রকাশ করে সংগঠনটির দুই উপদেষ্টা একেএম মকবুল হোসেন ও জাকিরে আজম খান পদত্যাগ করেছেন । একই সাথে সংগঠনের আরোও ৫৫ সদস্য লিখিত ভাবে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনাস্থা প্রকাশ করে নতুন কমিটি গঠনের জন্য জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানিয়েছেন ।
বৃহস্পতিবার ( ৫ মার্চ ) সকালে সংগঠনের দুই উপদেষ্টা পদত্যাগপত্র জমা দেন এবং ৫৫ সদস্য লিখিত ভাবে অনাস্থা প্রকাশ করে নতুন নির্বাচনের দাবি জানান ।
এর আগে মঙ্গলবার ( ৩ মার্চ ) দুপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলামের কাছে কমিটির সহ-সভাপতি , যুগ্ম সম্পাদকসহ ১৪ সদস্য পদত্যাগ পত্র জমা দেন ।
পদত্যাগ করেন সংগঠনের সহ-সভাপতি সফর আলী ভূঁইয়া, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন শাকিল, যুগ্ম সম্পাদক কাজী সবুজ, যুগ্ম সম্পাদক কাজী সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম ভূঁইয়া সুমন, দপ্তর সম্পাদক নাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক রহিম উল্লাহ, কার্যকরি সদস্য তপু ভূঁইয়া, মেহেদী ভূঁইয়া, রাজ মৃধা, নুরে আলম কমল ।
পদত্যাগ পত্রে উল্লেখ করেন , বর্তমান কার্যকরী সদস্যদের অব মূল্যায়ন । সাধারন সদস্যদরে মতামত বিরােধী কার্যকলাপ । আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত জটিলতা । সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ব্যক্তিগত সেচ্ছাচারিতায় সমিতি পরিচালনা করছে । যা আমাদের সম্মান হানীকর । যেহেতু আমরা জবাব দিহিতা স্বচ্ছতায় সাধারণ সদস্যদের কাছে অঙ্গীকারবদ্ধ। তাই আমরা সেচ্ছায় বর্তমান কার্যকরি পরিষদের পদ থেকে অব্যাহতি নিলাম।