নারায়ণগঞ্জের কন্ঠ : সরকারী দলের বিগত নির্বাচনী প্রতিশ্রুতি, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়ন,পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন,দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন এবং সাম্প্রতিক সময়ে সাভারের হাজী ইউনুস আলী স্কুল ও কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে প্রকাশ্যে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা এবং নড়াইল মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ধর্ম অবমাননার মিথ্যা অজুহাতে জুতার মালা পড়িয়ে লাঞ্চনা, বিগত শারদীয় দুর্গোৎসবে প্রতিমা ও মন্দির ভাংচুর, বাড়িঘরে অগ্নি সংযোগ-লুটপাট ও সংখ্যালঘু হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি,নড়াইলের সাহাপাড়ায় মন্দির ভাংচুর, বাড়ীঘরে হামলা ও অগ্নিসংযোগসহ জাতিগত সংখ্যালঘুদের উপর ধারাবাহিক নির্যাতন নিপীড়নের প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ জুলাই) ২০২২ বিকেল ৫ টায় নারায়নগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে নারায়নগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নারায়নগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ও নারায়নগঞ্জ জেলার সদস্য সচিব রঞ্জিত মন্ডলের সঞ্চালনায় এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনু্ষ্ঠিত হয়।
সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
আরও বক্তব্য রাখেন নারায়নগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই দে, রুপগঞ্জ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন সরকার, সোনারগাঁ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক সহদেব দাস শিশির, বন্দর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা পুজা পরিষদের সাধারণ সম্পাদক খোকন বর্মন, ফতুল্লা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবু দাস,নারায়নগঞ্জ সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক রাজীব তালুকদার, বন্দর উপজেলা ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নারায়ন বর্মন, সাংগঠনিক সম্পাদক কার্তিক সুত্রধর, সিদ্ধিরগঞ্জ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিজয় সরকার, ও জেলার সদস্য নারায়ন দাস, পিন্টু রায়, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, ১৪ নং ওয়ার্ডের সভাপতি প্রনয় সিংহ, মহানগরের নেতা অরুন দেবনাথ, কৃষ্ণ আচার্য্য, বিপ্লব কুন্ডু, সোনারগাঁ উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজিব দাস, সাধারণ সম্পাদক লিটন ভৌমিক,বন্দর উপজেলার সাধারণ সম্পাদক জিতু দাস, সিদ্ধিরগঞ্জ থানা যুব ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় পোদ্দার, সাধারণ সম্পাদক গোপাল বর্মন,রুপগঞ্জ উপজেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রণব পাল, অমিত আচার্য্য, ১৪ নং ওয়ার্ডের সভাপতি পংকজ রায়,১৮ নং সাধারণ সম্পাদক গৌতম ব্যানার্জী মিঠুসহ নেতৃবৃন্দ।