নারায়ণগঞ্জের কন্ঠ:
নবনির্বাচিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর
জাতীয়তাবাদী যুবদলের কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা ।
শনিবার ( ২০ অক্টোবর ) এক শুভেচ্ছা বার্তায় সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু ও মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরেশদ সহ কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি । তিনি বলেন, দলের জন্য নিবেদিত প্রাণ সেই যোগ্য ব্যক্তিদের হাতেই জেলা ও মহানগর যুবদলের নেতৃত্বে দেওয়া হয়েছে । আমি এই কমিটিকে সংগ্ৰামী শুভেচ্ছা জানাই । আগামী দিনে তাদের নেতৃত্বে জেলা ও মহানগর যুবদল সুসংগঠিত হয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে ।
প্রসঙ্গত শুক্রবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আংশিক কমিটি অনুমোদন দেন ।
জেলা কমিটির সভাপতি হলেন সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, সহ সভাপতি, এ কে এম আমিরুল ইসলাম ইমন, সহ সভাপতি, হারুন অর রশিদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন ।
মহানগর কমিটির সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরেশদ, সাধারণ সস্পাদক মনতাজ উদ্দিন মন্তু, সহ-সভাপতি হলেন মনোয়ার হোসেন শোখন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর প্রধান , সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশো ।