নারায়ণগঞ্জের কন্ঠ:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ – ৪ আসনে বিশ দলের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুফতি মনির হোসেন কাশেমী কে বিশ দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা ।
শুক্রবার ( ৫ অক্টোবর ) চারটায় শহরের চাষাঢ়াস্থ ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টের তৃতীয় তলায় জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় ।
তারা বলেন, নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে একটি আসনে আমরা জমিয়তে উলামায়ে ইসলাম নিতে চাই । আর সেই আসনটি হলো নারায়ণগঞ্জ -৪ আসন । এই আসনে আমরা মুফতি মনির হোসাইন কাসেমী কে বিশ দলের প্রার্থী দিতে হবে । মুফতি মনির হোসাইন কাসেমী একজন সৎ ও যোগ্য ব্যক্তি তিনি সংসদ সদস্য হলো মানুষের উন্নয়ন হবে । চারদলীয় জোটের সময়েও আমরা ছিলাম এবং বিশ দলীয় জোটেও আছি । কিন্তু আমরা নারায়ণগঞ্জের পাঁচটি আসনের কোন একটি আসনও পাইনি । নারায়ণগঞ্জের আপামর জনসাধারণের অধিকার আদায়ের লক্ষ্যে মুফতি মনির হোসাইন কাসেমী কে নারায়ণগঞ্জ -৪ আসনের প্রার্থী ঘোষণা করতে হবে । ইনশাল্লাহ তিনি নির্বাচিত হবে । তিনি নির্বাচিত হলে হকদার তাদের হক পাবে এবং সাধারণ মানুষের উপকার হবে । কারন তিনি ইসলামী চিন্তা চেতনায় বিশ্বাসী একজন ব্যক্তি ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুফতি মনির হোসেন কাশেমী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানের সঞ্চালনায় উক্ত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমী, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ ইউসুফি, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী । এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সম্পাদক মুফতি হারুন অর রশিদ, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন, সদর থানা কমিটির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ ।
এ সময় মুফতি মনির হোসাইন কাসেমী কে সভাপতি ও মাওলানা ফেরদাউসুর রহমান সাধারণ সম্পাদক এবং মুফতি হারুন অর রশিদ কে সাংগঠনিক সম্পাদক করে
৬১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির গঠন করা হয় ।
এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ।