নারায়ণগঞ্জের কন্ঠ :
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ২৪ ঘন্টায় ৩৭ জনসহ ১২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩ জন। হোম কোয়ান্টোইন থেকে অব্যাহতি পেয়েছন ১৫ জন। তবে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের কোন তথ্য পাওয়া যায়নি।
রোববার (২২ মার্চ) নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইমতিয়াজ এ বিষয়ে জানান, বর্তমানে নারায়ণগঞ্জে কোয়ারেন্টাইনে আছেন সর্বমোট ১২৭ জন। এদের মধ্যে একই পরিবারের তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়েছে। একজন পুরুষ, তার স্ত্রী এবং তাদের শিশু সন্তান।
তিনি আরো জানান, বাকিরা হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া ১৫ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেয়েছেন। হোম কোয়ারেন্টাইনে যারা আছেন তারা সকলেই বিদেশ ফেরত। তবে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়নি।