নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশের মতো নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন । নির্বাচনকে সামনে রেখে দলীয় টিকেট পেতে ইতিমধ্যে নারায়ণগঞ্জ পাঁচটি আসনের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ।
সোমবার (১২ নভেম্বর) সকাল দশটায় বিএনপির মনোনয়ন বিক্রির প্রথম দিনে নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন ফরম সংগ্রহ মধ্যদিয়ে বিক্রির কার্যক্রম শুরু হয় । এর পর থেকে মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক শুরু করা হয়ে ।
নারায়ণগঞ্জ পাঁচটি আসনের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে শোডাউন করে বিএনপির মনোনয়ন পত্র ক্রয় করলেন।
প্রথমদিনে মনোনয়ন সংগ্রহ করেছেন তারা হলেন, নারায়ণগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ-২ আসনে সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৩ আসনে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস এম ওয়ালিউর রহমান আপেল, জেলা বিএনপির সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, নারায়ণগঞ্জ-৪ আসনে সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুন মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টু, জেলা বিএনপির সহ সাংগঠনিক রুহুল আমিন শিকদার, নারায়ণগঞ্জ -৫ সাবেক সাংসদ ও মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সহ অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ।
রোববার ( ১১ নভেম্বর ) জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। পরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলও ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় আট বিভাগের আলাদা বুথ থেকে দলের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে।
মনোনয়ন ফরম মূল্য রাখা হচ্ছে ৫ হাজার টাকা। আর জমা দেওয়ার সময় ২৫ হাজার টাকা জামানত দিতে হচ্ছে। সোমবার ও মঙ্গলবার বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হবে; মঙ্গলবার ও বুধবার তা জমা দেওয়া যাবে।