নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন নাগরিক ঐক্যের এসএম আকরাম। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যকে পাঁচটি আসন ছেড়েছে বিএনপি যার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ-৫ আসনে এসএম আকরামের নাম।
শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের মাইকে এ ঘোষণা দেয়া হয়।
নাগরিক ঐক্যের বাকী চার প্রার্থী হলেন আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন,, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ ও বরিশাল–-৪ কে এম নুরুর রহমান।
প্রসঙ্গত, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সভাপতি এড. আবুল কালাম, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের এসএম আকরাম এবং ২০ দলীয় জোটের শরিক সাম্যবদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাইদ আহমেদ। তবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়েন খোরশেদ। বাকী তিনজনের মধ্যে ধানের শীষ তুলে দেওয়া হলো এ আসনে আওয়ামীলীগের সাবেক সাংসদ এসএম আকরামের হাতে।