নারায়ণগঞ্জের কন্ঠ ডটকম:
” বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ ” শ্লোগানে বেলুন ও পায়রা উড়িয়ে নারায়ণগঞ্জে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে । এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বৃহস্পতিবার ( ৪ অক্টোবর ) সকালে ওসমানী পৌর স্টেডিয়াম সংলগ্ন শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে প্রাঙ্গণে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ।
জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ সামছুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান বিপিএম পিপিএম ( বার ), নারায়ণগঞ্জ র্যাব -১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাসেল আহমেদ কবির, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল । এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ এহসানুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মোঃ জসিম উদ্দিন হায়দার, এনডিসি জ্যোতি বিকাশ চন্দ্র প্রমুখ ।
নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, আসুন আমরা একজন শেখ হাসিনার নেতৃত্বে এই দেশটাকে উচ্চ স্থানে পৃথিবীর মানচিত্রে নিয়ে যাই । বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটাকে একটা প্রজম্ম স্বাধীনতা করেছে । আরেকটা প্রজম্ম আমাদের যারা বঙ্গবন্ধুর মৃত্যুর পর এদেশকে গনতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষা রক্ষার জন্য কাজ করছে । আর তোমরা যারা বর্তমান প্রজন্ম আছো তোমাদের শিক্ষা ও সততাই পারে দেশ কে এগিয়ে নিয়ে যেতে । তিনি আরো বলেন, আমি মনে করি শিক্ষা সততা ও দেশপ্রেম এই তিনটা জিনিস যদি কোন জাতির থাকে তাহলে আমি বিশ্বাস করি এই জাতি কে কেউ থামিয়ে রাখতে পারবে না । তিনি বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা নিজেদের কে ভালোবাসো এবং বাবা মার প্রতি দায়িত্ব পালন কর । এই দেশটা যদি আমাদের মা হয় তাহলে দায়িত্ব পালন কর । যে দেশের জন্য ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে এবং দুই লক্ষ মা বোনের সঙ্গম গেছে সেই দেশ যাদে করে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারে বলে আমি বিশ্বাস করি ।