নারায়ণগঞ্জের কন্ঠ:
” প্রতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি; প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি ” এ শ্লোগানে ( ২৪ – ২৯ নভেম্বর ) ৬ দিন ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে ক্র্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ( ২২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ বসির উদ্দিনের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) রেজাউল বারী, বিশেষ অতিথি জেলা সিভিল সার্জন ডাঃ এহসানুল হক, সিনিয়র এএসপি সুভাষ চন্দ্র সাহা প্রমুখ ।
এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বসির উদ্দিন বলেন, এই সেবা সপ্তাহে প্রতিদিন মাঠ পর্যায়ের প্রতিটি সেবা কেন্দ্রে পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতির বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। এজন্য পর্যাপ্ত পরিমাণ লজিস্টিকস, অপারেটিং সার্জন, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ এরইমধ্যে নিশ্চিত করা হয়েছে।