নারায়ণগঞ্জের কন্ঠ : মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আইনজীবীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
রোববার ( ৪ এপ্রিল ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া বলেন, আদালত পাড়াকে করোনা মুক্ত রাখতে ও আইনজীবীদেরকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে জেলা আইনজীবী সমিতি। আইনজীবী সমিতির প্রত্যেক সদস্যকে এক বক্স করে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হবে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের আইনজীবীদের মধ্যে যেকেউ সমিতির অফিস থেকে নাম লিখে সংগ্রহ করতে পারবেন।
এসময়ে আরোও উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আঃ রশিদ ভূঁইয়া, এড. হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র আইনজীবী এড. মাসুদুর রউফ. এড. বুলবুল, এড. এমদাদুল হক তারাজুদ্দিন, এড. নুরুল হুদা, এড. সেলিনা ইয়াসমিন, জিপি এড. মেরিনা বেগম, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহাসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।