নারায়ণগঞ্জের কন্ঠ : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে বুধবার (১৭ মার্চ)সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন । পরে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও,শিক্ষা প্রতিষ্ঠা, বিভিন্ন শ্রেনীর পেশার নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া পরিচালনা করা হয় । এসময়ে জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শিশু কিশোরদের নিয়ে জাতীয় সংগীত এবং ১০০ পাউন্ড কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। পরে পুরস্কার বিতরণও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) শামীম বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও,শিক্ষা প্রতিষ্ঠা, বিভিন্ন শ্রেনীর পেশার নেতৃবৃন্দ।