স্টাফ রিপোর্টার: দেশব্যাপী বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ,পুলিশ হত্যা ও অবৈধ জনবিচ্ছিন্ন অবরোধের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে।
বুধবার ( ১ নভেম্বর ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নতুন কোর্টের অপরদিকে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডে এ অবস্থায় নেন জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা।
এসময়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতারা বলেন, বিএনপি ও জামায়াতের সকল প্রকার অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ অবরোধের বিরুদ্ধে আমরা সব সময়ই রাজপথে আছি। রাজপথেই বিএনপি ও জামায়াতের সকল অপরাজনীতির জবাব দিব।
এসময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এড. স্বপন ভূঁইয়া, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক
রবিউল ইসলাম মিন্টু, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাইফ রিজন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মো. জাফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহেল মোল্লা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আঃ আউয়াল শিশির, সহ- প্রচার সম্পাদক মাসুম সরদার, সদস্য জালাল, রাসেল, জব্বর, আলামিনসহ অনেকেই।