সংবাদ বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ আলী খান টিপুকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন কমিটিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাব পৌরসভা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মো. নাসির উদ্দিন ।
এক শুভেচ্ছা বার্তায় মো. নাসির উদ্দিন বলেন, মহানগর বিএনপির নতুন রাজপথের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের করার ফলে থানা ও ওয়ার্ড পর্যায়ের প্রত্যেকটি কমিটি আরও শক্তিশালী হবে। নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়াবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির নতুন কমিটির নেতৃত্বে দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম রাজপথে আরো বেগবান হবে বলে আমরা আশা ব্যক্ত করছি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ আলী খান টিপুকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়।