নারায়ণগঞ্জের কন্ঠ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে
জনমত তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় শহরের বিভিন্ন স্থানে জনসংযোগ লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেনের নেতৃত্বে শহরের দিগুবাবুরবাজারের সাধারণ মানুষসহ ক্রেতা ও বিক্রেতার মাঝে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করেন নেতাকর্মীরা।
এসময় নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের
অধীনে নির্বাচনসহ অসহযোগ আন্দোলনে অংশ
নেওয়ার আহ্বানে বিভিন্ন স্লোগান দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ কালে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন বলেন, সরকার একতরফা নির্বাচন করে দেশকে গভীর সংকটে ফেলে দেওয়ার পায়তারা করছে। এই তামাশার নির্বাচন বর্জনের ডাক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছে দিতে এই জনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।