নারায়ণগঞ্জের কন্ঠ:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রথম বারের মতো নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল যৌথ ভাবে বিক্ষোভ মিছিল করতে গিয়ে পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে গেছে কর্মসূচি । পুলিশের বাঁধার মুখে দাঁড়াতে না পেরে অবশেষে স্থান ত্যাগ করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ।
জানাগেছে সোমবার ( ৯ ডিসেম্বর ) সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির হিসেবে
বিএনপির চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের জন্য সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিছনে বালুর মাঠ এলাকায় । পরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে । এ সময়ে সদর মডেল থানার পুলিশ এসে বাঁধা দেয় এবং নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে যায় । পরে পুলিশ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের চলে যেতে বললে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা নেতাকর্মীদের নিয়ে স্থান ত্যাগ করেন ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি ( অপারেশন ) আব্দুল হাই বলেন, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রেসক্লাবের পিছনে বালুর মাঠের রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করতে চাইলে আমরা এসে তাদেরকে সরিয়ে দেই ।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক সহ-সভাপতি জাকারিয়া সালেহ স্বপন, আবু সিদ্দিক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন , সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু,পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক নয়ন হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া , আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর হোসেন মোল্লা প্রমুখ ।