নারায়ণগঞ্জের কন্ঠ : করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১১ জন আক্রান্ত হয়েছে। এবং মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭০৫ জন। এবং মৃত্যুর সংখ্যা ৯০। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ৯১০ জন।
মঙ্গলবার (৯ জুন) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, এলাকা ভিত্তিক আক্রান্তের-আড়াইহাজার উপজেলায় ৩১৭, বন্দর উপজেলায় ১১০, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৩৪৬, রূপগঞ্জ উপজেলায় ৬১৮, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১০০৭ ও সোনারগাঁও উপজেলায় ৩০৭ জন। মৃত্যুর সংখ্যা-আড়াইহাজার উপজেলায় ২, বন্দর উপজেলায় ২, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫৩, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৯, সোনারগাঁও উপজেলায় ১২ জন। সুস্থ্য হওয়ার সংখ্যা- আড়াইহাজার উপজেলায় ৪৭, বন্দর উপজেলায় ২১, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬০০, রূপগঞ্জ উপজেলায় ১৫, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৩৬৫ ও সোনারগাঁও উপজেলায় ৩২ জন। পুরো জেলায় ১০৮০ জন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষনা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। তবে নতুন করে রেড জোন হিসেবে ৭ জুন দুপুরে নারায়ণগঞ্জের তিনটি এলাকাকে লক ডাউন করেছেন জেলা প্রশাসন।