নারায়ণগঞ্জের কন্ঠ:
বিসিকে ঝুট সন্ত্রাসীদের হুশিয়ার করে নবাগত পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, নারায়ণগঞ্জে কোন সন্ত্রাস ও চাঁদাবাজদের ঠাই নাই। যারা বিসিক নগরীকে জিম্মি করে পোশাক খাতে পরিস্থিতি অস্থিতিশীল করে রাখতে চাইছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, হয় এখানে ঝুট সন্ত্রাসী থাকবে, নয় পুলিশ। ভালো কাজ করতে এসেছি, ভালো কাজ করেই যাবো।
সোমবার ( ১১ ডিসেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসপি বলেন, সামনে নির্বাচন। আমাদের জন্য কঠিন সময়। নির্বাচনকে ঘিরে দেশী বিদেশী বিভিন্ন চক্র ষড়যন্ত্রে লিপ্ত। এসব স্বাধীনতা বিরোধী চক্র দেশকে অশান্ত করতে তৎপর। এদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে। নির্বাচনকে ঘিরে এরা যাতে কোন প্রকার নাশকতা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময় তিনি পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের দিন কোন প্রকার গুজবে কান দেয়া যাবে না। যে কোন এ্যাশনে যাওয়ার পূর্বে উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশের অপেক্ষায় থাকবেন। একটি চক্র আছে যারা কেন্দ্র দখলে নিতে নানান রকম গুজব ছড়াতে পারে। সুতরাং পরিস্থিতি না বুঝে কোন সিদ্ধান্ত নিবেন না।
তিনি বলেন, এই বিজয়ের মাসে আমরা দেশটাকে পাকিস্তানীদের হাত থেকে রক্ষা করেছি। এই বিজয়ের মাসেই স্বাধীনতা বিরোধী চক্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কোন প্রকার অপরাধ বরদাস্ত করা হবে না। অপরাধী সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসপি ( ক’সার্কেল ) মেহেদী ইমরান সিদ্দিকী, ডিআইটু ইন্সপেক্টর সাজ্জাদ রোমন, সদর মডেল থানার ওসি ( তদন্ত ) মিজানুর রহমান, ( অপারেশন ) জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু, সাবেক প্যানেল মেয়র ও নাসিক (১৩, ১৪, ১৫) নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি, গোগনগর ইউপি চেয়ারম্যান নওশেদ আলী, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস প্রমুখ।