en
রবিবার , ১৯ এপ্রিল ২০২০ | ২৫শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ রেকর্ড আক্রান্ত ৭৭ জন

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
এপ্রিল ১৯, ২০২০ ২:০০ অপরাহ্ণ
PicsArt 04 07 05.11.34 1

নারায়ণগঞ্জের কন্ঠ : নারায়ণঞ্জে একের পর এক রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস। কোভিড-১৯ এর আগ্রাসনে ভীত ও সন্তস্ত্র হয়ে পড়েছে নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জে করোনায় চিকিৎসক, সাংবাদিক, নার্স, মেকিকেল কর্মী, শ্রমিক, বৃদ্ধা, শিশুসহ সকল বয়সের লোক আক্রান্ত হচ্ছেন। লকডাউনের পর মানুষের চলাচল অনেকটা সীমিত হয়ে গেছে। তারপরেও প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছে। নারায়ণগঞ্জকে কখনো হটস্পট কখনো ক্লাস্টার এরিয়া আবার কখনো কমিউনিটি ট্রান্সমিশনের আখড়া হিসেবে দেখা হচ্ছে। একদিকে করোনার আক্রমনে প্রতিদিনই যাচ্ছে প্রাণ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙছে আগেরদিনকার।  ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছিলো দুদিন আগেই। মাঝে একদিন মাত্র ২০ জন আক্রান্তের খবরে স্বস্তি পেয়েছিল নারায়ণগঞ্জবাসী।

কিন্তু ১৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের আক্রান্তের সব সংখ্যা পেরিয়েছে। আইইডিসিআর জানিয়েছে, ১৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সরকারি হিসেবে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৭৭ জন। যা ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর হিসেবে নারায়ণগঞ্জে সর্বোচ্চ। সবমিলিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৮৬ জন।



এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা জানিয়েছেন, করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় (১৯ এপ্রিল সকাল ৮টা) পর্যন্ত মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জনই নারায়ণগঞ্জের। বাকি ৩ জন ঢাকার। মৃতদের মধ্যে ৫ পুরুষ, নারী ২ জন মহিলা।

এছাড়া তিনি জানান, করোনায়  দেশে আক্রান্ত  হয়েছেন ৩১২ জন। এর মধ্যে ৬৬ ভাগ পুরষ, ৩৪ ভাগ নারী। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জে  ৩১ ভাগ, ঢাকায় ৪৪ ভাগ, সারা দেশে ২৫ ভাগ। জেলা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত নারায়ণগঞ্জে সর্বমোট ২৬ জনের করোনায় মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এর আগে ১৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন ২০ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হয়েছে মোট ৩০৯ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

আইইডিসিআর  জানায়, ১৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন ৩৪জ নসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হয়েছে মোট ২৮৯জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে



১৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন ৩৪ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হয়েছে মোট ২৮৯জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন ৪১জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হয়েছে মোট ২৫৫ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

১৫ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসে প্রাণহানি হয়েছে নারায়ণগঞ্জে মোট ১৪ জনের। ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত নতুন ৫০ জনসহ সর্বমোট ২১৪ জন আক্রান্ত হন।

এরআগের দিন ১৪ এপ্রিল পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ২০ জনসহ করোনায় মোট আক্রান্ত হয়েছিলেন মোট ১৬৪  জন। ১৩ এপ্রিল ২৪ ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এরআগের দিন  ১২ এপ্রিল পর্যন্ত  ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ২৪ জনসহ করোনায় মোট আক্রান্ত হয়েছিলেন মোট ১০৭ জন। ১১ এপ্রিল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় নতুন ৮ জনসহ আক্রান্তের মোট সংখ্যা ছিল ৮৩ জন। । ১০ এপ্রিল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় নতুন ১৬জনসহ মোট আক্রান্তের সংখ্যা ছিল ৭৫ জন। ৯ এপ্রিল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় নতুন ১৩জনসহ মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫৯ জনে। 

৮ এপ্রিল পর্যন্ত জেলায় ২৪ ঘন্টায় জেলায় নতুন ৮জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪৬ জনে। ৭ এপ্রিল পর্যন্ত জেলায় ২৪ ঘন্টায় জেলায় নতুন ২৭ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩৮ জনে। ৬ এপ্রিল পর্যন্ত জেলায় ২৪ ঘন্টায় জেলায় নতুন  ৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।  ৫ এপ্রিল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬ জনে।  গত ৮ মার্চ সারাদেশে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়, এরমধ্যে ২ জন ছিলো নারায়ণগঞ্জের। এরপর ২২ দিন করোনা নারায়ণগঞ্জে কিভাবে কমিউনিটি ট্রান্সমিশনে ঢুকে পড়েছে সেটি বলা খুবই দুষ্কর।

সর্বশেষ - লিড