নারায়ণগঞ্জের কন্ঠ:
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৯ নভেম্বর ) বিকাল ৩টায় ফতুল্লার ডিআইটি মাঠ শ্রীশ্রী কালীমন্দির প্রাঙ্গণে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলার কমিটিতে শ্রী রণজিত মন্ডলকে সভাপতি ও রাজীব তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনের শুভ উদ্বোধন করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর স্বপন।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলার সভাপতি শ্রী রঞ্জিত মন্ডলের সভাপতিত্বে ও সহ-সভাপতি রণজিৎ মোদকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগরের সাংগঠনিক সম্পাদক কৃষ আচার্য, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা কমিটির সহ সভাপতি সঞ্জয় দাস, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, সদর উপজেলা কমিটির আহবায়ক শুভ মন্ডল,সভাপতি মন্ডলীর সদস্য শিবু দাশ, অশোক সরকার, সাংগঠনিক সম্পাদক প্রদীপ মন্ডল, বিরেন দাশ, সদর উপজেলা ঐক্য পরিষদ নেতা বিশ্বনাথ দাস,অর্জন দাস, সুমন, ঈস্খদীপ দাস, রঞ্জিত দাস, কিশোর দাস প্রমুখ।
সম্মেলনে মেঘনা ডিপোতে ঋষি সম্প্রদায়ের ৩৬টি পরিবারও ফতুল্লা বটতলা রেললাইনে হরিজন সম্প্রদায়ের ৬০টি পরিবারের স্থানীয়ভাবে বসবাসেরব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট দাবি জানানো হয়।