নারায়ণগঞ্জের কন্ঠ:
নগর জীবনে যোগাযোগের ক্ষেত্রে হোল্ডিং প্লেটের গুরুত্ব অপরিসীম। যে কোন প্রয়োজনে কাউকে খুঁজতে হলে বাড়ীতে হোল্ডিং প্লেট লাগানো থাকলে খুব সহজেই কাংখিত ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়া যায়। ১৫নং ওয়ার্ডটি একটি ঘনবসতিপূর্ণ ব্যস্ততম এলাকা। এখানে আবাসিক স্থাপনার পাশাপাশি নগরভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান রয়েছে। এক্ষেত্রে প্রতিটি বাড়ীতে হোল্ডিং প্লেট লাগানো থাকলে যোগাযোগের বিষয়টি সহজবোধ্য হবে। নাসিক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের বাড়ীতে সিটি কর্পোরেশনের অনুমোদিত বেসরকারী সংস্থা “উদ্যোগ” এর নাম ও ঠিকানা সম্বলিত হোল্ডিং প্লেট লাগানোর মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে অসিত বরণ বিশ্বাস বলেন, এই কার্যক্রম অত্যন্ত সতর্কতার সাথে বাস্তবায়ন করতে হবে। কোন অবস্থাতেই যাতে সিটি কর্পোরেশনের করদাতা ব্যাতীত কাউকে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা না হয় এবং সিটি কর্পোরেশন এর ধার্যকৃত ফি এর অতিরিক্ত ফি যাতে আদায় করা না হয় সেদিকে খেয়াল রাখার প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করার জন্য পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ জানান।
৩১ অক্টোবর সকাল ১১টায় সনাতন পাল লেন (পুরাতন পালপাড়া) এলাকায় হোল্ডিং প্লেট লাগানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির উপদেষ্টা মোঃ মজিবুর রহমান শিকদার, সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সাজিম আহম্মেদ, ফকিরটোলা মসজিদের মোতোয়াল্লি মোঃ আব্দুর রহমান, এলাকার বাড়ীর মালিক মোঃ তানসেন, আবুল কালাম আজাদ দুলাল, নির্মল চন্দ্র দে, রতন সাহা, মোঃ মহিউদ্দিন, নয়ামাটি পঞ্চায়েতের সদস্য কমল গোপ, লয়েল ট্যাংক রোডের বাসিন্দা জনি রঞ্জন গোপ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বেসরকারী সংস্থা “উদ্যোগ” এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন ও উদ্যোগ এর কর্মীবৃন্দ।