নারায়ণগঞ্জের কন্ঠ:
বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ – ৫ আসনের সাবেক প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আর্মি মার্কেট ব্যবসায়ী এবং দূর পাল্লা পরিবহন বাস ও কোচ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিলাদ মাহফিল দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।
শনিবার ( ৪ ম) শহরের চাষাঢ়াস্থ চাঁনমারী আর্মি মার্কেটের ব্যবসায়ী সাইদুর রহমান সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমান ।
প্রধান অতিথির বক্তব্যে পারভীন ওসমান বলেন, তার সম্পর্কে বলতে গেলে অনেক ইতিহাস বলে শেষ করা যাবে না । ৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে তিনি রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতনের স্বীকার হতে হয়েছে । কিন্তু তারপরও তিনি বিচারের দাবিতে অটল ছিলেন । আজকে তোমরা যারা যুবক অনেকেই তার ইতিহাস জানো না । তার ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে হবে । তিনি আরো বলেন, আমি ও আমার পরিবার নারায়ণগঞ্জ – ৫ আসনের মানুষের কাছে রিনি তার মৃত্যুর পাঁচ বছর পরও তাকে আপনারা স্মরন করছেন । প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে আপনারা মিলাদ মাহফিল দোয়া ও খাবারের ব্যবস্থা করছেন । আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক উনাকে বেহেস্ত নসিব করে ।
প্রয়াত সাংসদ নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত ও আজমেরী ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।
এ সময় ব্যবসায়ীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আবু তাহের, মোক্তার হোসেন, জিয়াউর রহমান লিয়ন, কাবির, জালাল খান শাওন, খোকন দা, রবিন, শিবু, কালু, নয়ন, সবুজ, মাসুদ, ইছহাক, আরিফ ও মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দরা।