নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ নারায়ণগঞ্জে যোগদানের পর থেকেই শহরকে ফুটপাত মুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করেছেন । পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই কয়েক দফায় তিনি নিজে সরজমিনে উপস্থিত হয়ে হকার মুক্ত ফুটপাতের জন চাষাঢ়া শহীদ মিনারে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন । তিনি বলেন , নারায়ণগঞ্জের মানুষের চলাচলের জন্য ব্যবহারিত ফুটপাত হকারদের বসতে দেওয়া যাবে । প্রয়োজনে হকারদের জন্য বহু তলা বিল্ডিংএর জন্য মেয়র মহোদয়ের সাথে কথা বলবো । এককথা নারায়ণগঞ্জ শহরকে হকার মুক্ত রাখতে হবে ।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ১ আগষ্ট ) সকাল ১১ টায় চাষাঢ়া শহীদ মিনারের আশেপাশের অবৈধভাবে গড়ে উঠা চায়ের দোকান ও ফাষ্ট ফুডের দোকানে উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করে পুলিশ । পরে চাষাঢ়া চত্বরের আশপাশ, বঙ্গবন্ধু সড়ক, দুই নং রেল গেইট, কালীর বাজার, দিগুর বাজারের মীর জুমলা রোড়ের আশপাশের ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ চালানো হয় ।
অতিরিক্ত পুলিশ সুপার ( ক’ সার্কেল ) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, পুলিশ সুপার হারুন অর রশিদ স্যারের নির্দেশ মোতাবেক আমরা শহরে গুরুত্বপূর্ণ সড়ক গুলোকে হকার মুক্ত করতে অভিযান পরিচালনা করছি । আমরা চাষাঢ়া শহীদ মিনারের আশপাশ , বঙ্গবন্ধু সড়ক, দুই নং রেল গেইট, কালীর বাজার, দিগুর বাজারের মীর জুমলা রোড়ের আশপাশের অবৈধ স্থাপনা ও অবৈধ দখলদারদের এবং হকার বসতে দেওয়া হবে না । আমরা এসকল এলাকায় অভিযান পরিচালনা করবো । আমরা কাউকে অবৈধভাবে ফুটপাতে বসতে দিবো না । পুলিশ সুপার হারুন অর রশিদ স্যারের একটি উদ্দেশ্য ও লক্ষ্য সেটি হলো নারায়ণগঞ্জের মানুষ যাতে নির্বিঘ্নে শহরে চলাচল করতে পারে ।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আসাদুজ্জামান , ওসি তদন্ত গোলাম মোস্তফা ।