ডেস্ক রিপোর্ট: সোনারগাঁও উপজেলা কাঁচপুরের মােসাদ্দেক হোসেন বকুল গংদের বিরুদ্ধে জোরপূর্বক ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোসাদ্দেক হোসেন বকুল গং ।
মোসাদ্দেক হোসেন বকুল বলেন, শিরিন বেগম গত গত ৭ অক্টোবর সকাল ১০ টার সময়ে বেহাকৈর সাকিনে বকুলগং আমার তফসিলভুক্ত সম্পত্তির সামনে আসিয়া সম্পত্তি দখল করার মহড়া দিতে থাকে এবং আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে । এছাড়াও আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখাইয়া প্রকাশ্যে হুমকি দেয় । সম্পত্তি দখলে বাঁধা দিলে কেহ গেলে আমাদের মারধরসহ খুন জখম ফেলবে বলে হুমকি দেয় । এমনকি মিথ্যা মামলা দিয়া হয়রানী করবে তাদের এবং জোর পূর্বক সম্পত্তি দখল করে নিবে বলে হুমকি দেয় যে অভিযোগটি করেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা । প্রকৃত পক্ষে শিরিন বেগমের এখানে কোন ক্রয়কৃত সম্পত্তি নেই । সে একটি ভূয়া ওয়ারিশ সাজিয়ে নাম মাত্র সম্পত্তির পাওয়ার নিয়ে আমাদেরকে হয়রানি করছে । তার কাছে জায়গার কোন দলিলপত্র নাই । আমরা প্রকৃত জায়গার মালিক থেকে জায়গা কিনে সেই জায়গায় বালু দিয়ে ভরাট করছি । আমাদের কাছে ক্রয়কৃত সম্পত্তি সকল কাগজপত্র আছে । আমরা ইতিমধ্যে শিরিন বেগমের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি ।
প্রসঙ্গত , গত ( ৭ অক্টোবর ) সোনারগাঁও থানায় সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার আঃ আজিজের ছেলে মোসাদ্দেক হোসেন বকুল, মৃত কলিমুদ্দিনের ছেলে সালাম উল্লাহ, শাহাদুল্লাহর ছেলে ফারুক ও কবির হোসেন, হাতেম আলীর ছেলে আঃ মজিদ, শাহজাহানের ছেলে রুবেল, সোনাপুর এলাকার মৃত আঃ সামাদের ছেলে আলাউদ্দিনসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের নামে ক্রয়কৃত সম্পত্তি জোর দখল ও হুমকি ধামকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।