নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, রাজনীতি একটি পবিত্র জায়গা, যেখানে জনগনের জন্যে কাজ করতে এসেছি, কোনো ভন্ডামী করতে আসি নাই। আমার প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানাতে চেয়েছিলেন, আমি ইচ্ছা পোষণ করি নাই, রাজনৈতিকভাবে একটি ত্যাগের জায়গা আমি তখন আপাকে বলেছিলাম আশরাফ ভাইকে মন্ত্রী বানান তিনি অত্যন্ত ভালো মানুষ ।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে মহানগর আওয়ামীলীগ আয়োজিত প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান সৈয়দ আশরাফুল ইসলামের নানা স্মৃতিচারণ করে বলেন, তাঁর মতো এতো সৎ এবং জ্ঞাণী মানুষ আমার জীবনে আমি খুব কম দেখেছি। তবে সমস্যা হচ্ছে, রাজনীতিতে যখন ভন্ড মানুষদের প্রভাব এতো বেশি, তখন সৈয়দ আশরাফ ভাইদের মতো মানুষ চলে গেলে রাজনীতির অনেক বড় ক্ষতি হয়ে যায়। এই ক্ষতি এখন আর পূরণ হবে না। বিএনপি ও জামাতের সাথে আঁতাত করে যারা রাজনীতি করছেন, তাদেরকে গিভ এন্ড টেক রাজনীতি বাদ দেয়ার আহবান জানিয়ে শামীম ওসমান বলেন, যারা সাচ্চা আওয়ামীলীগ আছেন তারাই সৈয়দ আশরাফদের মতো মানুষদের সত্যিকারভাবে শ্রদ্ধা জানাতে পারবেন। স্টেজ করে মাইক লাগিয়ে আর ফুল দিয়ে আশরাফ ভাইকে শ্রদ্ধা জানানো যাবে না, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো যাবে না। তাদের চরিত্র বহন করতে পারলেই প্রকৃতভাবে শ্রদ্ধা জানানো হবে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে সৈয়দ আশরাফুল ইসলামের এ স্মরণসভায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সারোয়ার জাহান বাদশা, জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ন সম্পাদক শাহ্ নিজাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, সাবেক সাধারণ সম্পাদক, মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি রাফেল প্রধান,মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ আওয়ামীলীগের স্থানীয় অন্যন্য নের্তৃবৃন্দ।