নারায়ণগঞ্জের কন্ঠ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার রক্ষায় আওয়ামী লীগের করা যেসব নিবার্চনীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৪ মার্চ ) সকাল ১১টায় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ । পরে জেলা প্রশাসকের হাতে সংগঠনের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে ষ উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার দাস, সদস্য সচিব রঞ্জিত মন্ডল, সদস্য মি. রিচার্ড সৌরভ দেউড়ী, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস, বন্দরের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক সুজন দাস, জেলা ঐক্য পরিষদ নেতা অরুণ দেবনাথ, পিন্টু দাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন চত্ত বিল্লু, বন্দরের সভাপতি তুলসী ঘোষ প্রমুখ।