নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফতুল্লায় তল্লার বিস্ফোরিত মসজিদের কাছেই একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণ উড়ে গেছে ভবনের দেয়ালসহ আসবাবপত্র। এসময় নারী,পুরুষ ও শিশুসহ দগ্ধ হয়েছে ১০জন। তাদেরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরন করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে ফতুল্লার তল্লা জামাইবাজার এলাকায় মফিজুল ইসলামের তিন তলা বাড়ির ৩য় তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-হাবিবুর রহমান(৫৬) তার স্ত্রী আলেয়া বেগম(৪২) তাদের ছেলে লিমন(২০) মেয়ে সাথী -(২৫), মিম আক্তার( ২২) তার দুই মাসের শিশুপুত্র ফাহাদ, নিরাহার(৫৫) তার স্ত্রী শান্তা বেগম(৪০) তাদের ছেলে সামিউল (২৬) তার স্ত্রী মনোয়ারা আক্তার (১৬)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, তল্লা মসজিদের বিস্ফোরনে ৩৪ জন মুসল্লি নিহত হওয়ার ঘটনার কিছু দুরে মফিজুলের বাড়ির তৃতীয় তলায় গার্মেন্টস শ্রমিক ২টি পরিবার বসবাস করেন। রাতে একটি পরিবারের লোকজন চূলার বার্ণার বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। এতে চূলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ অন্যান্য ঘরে ছড়িয়ে জমাট বেঁধে থাকে। ভোরে রান্নার জন্য চূলায় আগুন জ্বালাতেই গ্যাসের বিস্ফোরণ ঘটে। এসময় কয়েকটি দেয়াল উড়ে গিয়ে গুরো হয়ে যায়। আসবাবপত্রও ব্যাপক ক্ষতি হয়। তখন দুই মাস বয়সের একটি শিশুসহ ১০জন আগুনে দগ্ধ হয়। তাদের মধ্যে শিশুটিসহ পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয় এবং ছয়জনকে সদরের জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।