নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম চৌধুরী হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার ( ২০ জুন ) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- ঝুটের গোডাউন মালিক
মোহাম্মদ আলী, কর্মচারী ফয়সাল। খালাস
দিয়েছেন সোলায়মানকে।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. জাসমিন
আহমেদ বলেন, ১১ স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত সেলিম হত্যায় ঝুটের গোডাউন মালিক মোহাম্মদ আলী ও কর্মচারী ফয়সালকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। একই মামলায় সোলায়মান নামের আরেক আসামি
খালাস প্রদান করা হয়েছে।
এবিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ( ওসি ) মো. আসাদুজ্জামান বলেন, ব্যবসায়ী সেলিম চৌধুরী হত্যা মামলায় মোহাম্মদ আলী, কর্মচারী ফয়সালের যাবজ্জীবন ও সোলায়মান নামের একজনকে খালাস দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ মার্চ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ঝুট ব্যবসায়ী সেলিম চৌধুরী। ওইদিন বেলা ১১টায় স্ত্রী রেহানা আক্তার রেখার সঙ্গে টেলিফোনে তার সর্বশেষ কথা হয়। স্ত্রী রেখা টেলিফোন করলে সেলিম জানান, তিনি ফতুল্লার পঞ্চবটি মোড়ে অবস্থিত ইস্টার্ন ব্যাংকে রয়েছেন। পরে দুপুর ২টায় খাবারের জন্য আবারও ফোন দিলে সেলিমের ফোনটি বন্ধ পাওয়া যায়। এর পর নানা জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ছয়দিন পর গত ৬ এপ্রিল ফতুল্লার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রেখা। দু’দিন পর গত ৮ এপ্রিল এ ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। ১০ এপ্রিল ফতুল্লার ভোলাইল এলাকায় আরেক ঝুট ব্যবসায়ী মোহাম্মদ আলীর গোডাউনের মেঝে খুঁড়ে সেলিম চৌধুরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।