নারায়ণগঞ্জের কন্ঠ :
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রঞ্জিত মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে মরণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় কর্মহীন স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
শুক্রবার ( ১০ এপ্রিল ) দুপুরে ফতুল্লাস্থ বাড়ৈভোগ শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে ফতুল্লা মেঘনা গেইট, লালপুর এলাকার স্বল্প আয়ের মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি । এ সময়ে ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল বলেন, মানুষ মানুষের জন্য । মরনঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে নারায়ণগঞ্জ লকডাউন । এমন পরিস্থিতিতে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে । নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আমরা এসকল মানুষের পাশে এসে দাঁড়িয়েছি । কে হিন্দু কে মুসলমান তা দেখার বিষয় নয় । আমাদের খাদ্য সামগ্রী সকলের মাঝে বিতরণ করছি । যাতে স্বল্প আয়ের মানুষ গুলো তাদের পরিবার পরিজন নিয়ে দুবেলা খেয়ে বেঁচে থাকতে পারে । আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবো ।