নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের ফতুল্লা, রূপগঞ্জ ও সোনারগাঁ থানা বিএনপির ২শ নেতাকর্মী ১১টি নাশকতা ও বিস্ফোরক মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে হাইকোর্ট ডিভিশনের বিচারপতি রেজাউল হক ও জাফর আহমেদের বেঞ্চ এ জামিন আদেশ দেন।
এতে জামিন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুর রহমান স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান, জেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফুর রহমান মানিক, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব, ফতুল্লা থানা ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ জাবেদসহ রুপগঞ্জ, সোনারগাঁ ও ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।
এছাড়াও গত ( ২৫ সেপ্টেম্বর ) জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে গ্ৰেফতারকৃত ফতুল্লা থানা ছাত্রদলের ছয় নেতা
নাজমুল ইসলাম ,মেহিদি হাসান জীবন , ইয়াসিন আরাফাত বাধন , রাকিব হসেন, মোঃ ইব্রাহিম জামিন পেয়েছেন ।
বিএনপি নেতাকর্মীদের পক্ষে শুনানীতে অংশ নেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান খান।
ফতুল্লা থানা ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ জাবেদ জানান, এখন আর মামলা হামলা ও গ্রেফতারকে ভয় পাইনা বিএনপির নেতাকর্মীরা । কারন ১২ বছর বিএনপির নেতাকর্মীদের উপড় চরম নির্যাতন চালানোর কারণে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। অচিরেই আন্দোলনের মাধ্যমে এই জালিম সরকারের পতন ঘটানো হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।