নারায়ণগঞ্জের কন্ঠ:
বন্দরে ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি আপলোড করায় তথ্য প্রযুক্তি আইনে গ্ৰেপ্তার গালিব হাসনাত (২১) নামে যুবকের জব্দকৃত মোবাইল ফেরত চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন আদালত ।
মঙ্গলবার ( ৩ মার্চ ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে আসামি পক্ষের আইনজীবী জব্দকৃত মোবাইল ফেরত চেয়ে আবেদন করলে বাদী পক্ষের আইনজীবী বিরোধীতা করে বলেন জব্দকৃত মোবাইল আলামত হিসেবে রক্ষিত আছে । সেই মোবাইল যদি ফেরত দেওয়া হয় তাহলে আলামত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে । আদালত বাদী পক্ষের আইনজীবী কথা বিবেচনা করে আবেদন খারিজ করে দেয় ।
বাদী পক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া জানান, আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জব্দকৃত মোবাইল ফেরত চেয়ে আবেদন করলে আদালত খারিজ করে দেন ।
এর আগে গত বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালত আসামির ১ দিনের মঞ্জুর করেন ।
গালিব হাসনাত বন্দরের হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের ছেলে।
উল্লেখ্য : (২৫ ফেব্রুয়ারি) ঘটনায় কদম রসুল পৌর যুবলীগ নেতা জাকির হোসেন বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে বন্দর থানায় মামলা দায়ের করেন। পরে
বিকেলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।
জানা গেছে, গালিব হাসনাত গত ২৮ জানুয়ারি তার গালিব হাসনাত (বেয়াদব) নামক ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অপত্তিকর ছবি আপলোড করে ভাইরাল করে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর সম্মানহানী করে।
এ ঘটনায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা স্কুল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে বন্দর থানায় আইসিটি আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষ কটুক্তিকারী গালিব হাসনাতকে আটক করে বন্দর থানায় সোর্পদ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। আমরা আটককৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থান গ্রহণ করেছি।