নারায়ণগঞ্জের কন্ঠ:
হুঁশিয়ারীর পর এবার মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে খোদ নিজেই অভিযানে নামলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: আনিসুর রহমান পিপিএম বিপিএম (বার)।
রবিবার (১৮ নভেম্বর) সকালে সদর উপজেলাধীন বক্তাবলী ইউনিয়নে একদল পুলিশ বাহিনী নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন এসপি।
এসময় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৮৬০ পিস ইয়াবা উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী হাবুলের কাছ থেকে ৫শ পিস ইয়াবা, আজহারের কাছ থেকে ১৯০ পিস ও চায়নার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মাদক উদ্ধার করার পর পুলিশ সুপার স্থানীয় রাধা নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাদক বিরোধী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘মাদক ব্যবসায়ীরা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কোন পরিবারে একজন মাদকাসক্ত ব্যক্তি যদি থাকে তাহলে ঐ পরিবারের জন্য গজব নেমে আসে। তাই সামাজিক ভাবে এদের বয়কট করতে হবে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমরা এই নারায়ণগঞ্জ কে মাদকমুক্ত করবো।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক) অঞ্চল ইমরান মেহেদী, ফতুল্লা মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মঞ্জুর কাদের, ইন্সপেক্টর (অপারেশন) মজিবুর রহমান, উপ-পরিদর্শক কাজী এনামুল হক, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী এম শওকত আলী, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ ভুইয়া, নারায়ণগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলমগীর হোসেন, ইউপি সদস্য আতাউর রহমান, ওমর ফারুক, জলিল গাজী, আকিল উদ্দিন, মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, কয়েকর মাস পূর্বে নারায়ণগঞ্জ জেলায় যোগাদানের পরেই মাদকমুক্ত জেলা গড়তে বিশেষ উদ্যোগ নেন পুলিশ সুপার আনিসুর রহমান। এরপর গত মাসে বক্তাবলীতে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি স্থানীয় মাদক ব্যবসায়ীদের ১৫ দিনের মধ্যে ভালপথে ফিরে আসার হুঁশিয়ার করেছিলেন।