নারায়ণগঞ্জের কন্ঠ:
বন্দরে ৩ সহোদরসহ একই পরিবারের ৪জনকে কুপিয়ে জখমের ঘটনায় এজহারভুক্ত ২আসামীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। রোববার রাতে বন্দর থানার এস আই হামিদুল ও পিএস আই আঃ আলিমের নেতৃত্বে থানার পুুরান বন্দর এলাকা হতে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন, পুরান বন্দর এলাকার মৃত আলেক মিয়ার ছেলে সুরুজ্জামান সুরুজ ও মৃত মকবুল হোসেনের ছেলে আহসান উল্লাহ।জানা গেছে, দীর্ঘদিন যাবৎ চৌধুরীবাড়ি এলাকার সুরুজ ও আহসানউল্লাহ ও রাসেল পুরান বন্দর এলাকার আঃ সাত্তার মিয়ার ছেলে রনিকে মাদক ব্যবসায়ের জন্য নানা প্রলোভন দেখিয়ে আসছে। কিন্তু রনি বরাবরই তাদের প্রস্তাব প্রত্যাখান করে । এরই জের ধরে রোববার সকালে সুরুজ,আহসান ,রাসেলসহ প্রায় ২০-২৫জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রসহ রনির বড় ভাই সিরাজের বাড়িতে প্রবেশ করে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা লাঠি-সোটা দিয়ে তাদেরকে এলোপেথারী পেটাতে থাকে একপর্যায় সুরুজের হাতে থাকা চাপাতি দিয়ে সিরাজের ছোট রনির মাথায় বেধরক কোপাতে থাকে এসময় আহতদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে উল্লেখিত সন্ত্রাসীরা হত্যার হুমকিসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে তারা নারায়নগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন। এতে রনির মাথায় ৫টি চিকিৎসা সেলাই বসানো হয়। এব্যাপারে রোববার সিরাজ মিয়া বন্দর থানায় একটি মামলা ৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৩৫৪/৫০৬ দ বি ধারায় একটি মামলা দায়ের করেন ।যার নং-১৩(১১)১৮ইং।ধৃতদের সোমবার দুপুরে রিমান্ড আবেদনসহ আদলতে প্রেরণ করা হয়।