নারায়ণগঞ্জের কন্ঠ : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহবন্দি হয়ে কর্মহীন হয়ে পড়েছে সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের নিম্ন আয়ের শ্রমজীবী খেটে খাওয়া গরীব অসহায় মানুষ গুলো ।
সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জীবনের ঝুঁকি নিয়ে গত প্রায় দুই মাস ধরে করোনা প্রতিরোধে বারদী ইউনিয়নের জনগণকে সচেতন করার লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছেন। একইসাথে নিম্ন আয়ের কর্মহীন শ্রমজীবী গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন ।
তারই ধারাবাহিকতায় রোববার (১০মে) বারদী ইউনিয়নের ৮ং ওয়ার্ডের কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী গরীব অসহায় তিনশ’ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল ।
সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে বারদী
ইউনিয়নের ফুলদী, বাগেরপাড়া, বটেরপাড়া, রিবর গ্ৰামসহ অাশেপাশের বিভিন্ন এলাকার দিনমজুর, রিকশাচালক, হতদরিদ্র, দু:স্থ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী পৌছে দেন তিনি।
লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, দেশে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বারদী ইউনিয়নের গরীব, মধ্যবিত্ত, কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষজন সীমাহীন কষ্ট করছে। তাদের কথা চিন্তা করে আমি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। এই দুর্যোগ মহামারী যতদিন থাকবে ততদিন গরীব দুঃখী মানুষের জন্য আমার খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বার তোফাজ্জল হোসেন, ৮ং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হারেছ, আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার আঃ মান্নান, আওয়ামীলীগ নেতা সিরাজ হাজু, আঃ রব মিয়া, গুলজার হোসেন, শাহিন মুন্সী, রিপন মুন্সী, জাতীয় পার্টি নেতা রমজান আলী প্রমুখ ।