নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ডিজিটাল বার ভবন নির্মাণের জন্য নারায়ণগঞ্জ – ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের প্রতিশ্রুতি অনুযায়ী ( এক কোটি ) টাকার চেক হস্তান্তর করলেন জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি খালিদ হায়দার খান কাজল ।
রবিবার ( ২০ জানুয়ারী ) দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে নতুন কোর্টের অপরদিকে হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয় ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মোহসীন মিয়ার সঞ্চালনায় এ সময় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু, জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন, সিনিয়র আইনজীবী এড. আমিনুল হক, এড. আব্দুর রশিদ ভূঁইয়া, এড. মাসুদুর রউফ,এড. নুরুল হুদা, এড. শামসুল ইসলাম ভূঁইয়া, নাসিক কাউন্সিলর নাজমুল আলম সজল, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক এহসানুল হাসান নিপু, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের পরিচালক মোঃ কবির হোসেনসহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্যরা ।
এ সময় নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।