সংবাদ বিজ্ঞপ্তি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) পদে মনোনীত করায় নজরুল ইসলাম আজাদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বন্দর থানা যুবদল নেতা পারভেজ খান, বন্দর উপজেলা যুবদল নেতা কামরুল হাসান রনি ও বন্দর থানা যুবদল নেতা জুনায়েদ মোল্লা জনি
রবিবার ( ১৬ জুন ) এক বিবৃতিতে তাঁরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বিশ্বস্ত হাতিয়ার ও রাজপথের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা নারায়ণগঞ্জ বিএনপির অভিভাবক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদকে পদোন্নতি দিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তাঁরা আরও বলেন, নজরুল ইসলাম আজাদের সুদক্ষ নেতৃত্বে ঢাকা বিভাগীয় বিএনপি ও অঙ্গসংগঠন গুলো অতীতের চেয়েও আরও বেশী শক্তিশালী ও সুসংগঠিত হয়ে আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনের আন্দোলনকে আরো তরান্বিত করবে।
উল্লেখ্য- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদকে পদোন্নতি দিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়। শনিবার (১৫ জুন ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।