নারায়ণগঞ্জের কন্ঠ:
আড়াইহাজার থানার তিনটি নাশকতা মামলায় কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১৩৬ জন বিএনপির নেতা-কর্মীর জামিন মঞ্জুর ।
রবিবার ( ২৬ মে ) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন আতিকের আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন । এর আগে উচ্চ আদালতের জামিনজমা দাখিল করেন তারা । মামলা নং ২৮(৮)১৮, ৩১(৮)১৮, ২১(১২)১৮ ।
আসামি পক্ষের আইনজীবী এড. সিদ্দিকুর রহমান জানান, আড়াইহাজার থানার তিনটি নাশকতা মামলায় কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১৩৬ জন নেতা-কর্মী উচ্চ আদালতে থাকা জামিননামা দাখিল করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন ।
আসামিরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল আহমেদ প্রমুখ ।