en
সোমবার , ৩১ ডিসেম্বর ২০১৮ | ২৮শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

বিপুল ভোটে বিজয়ী সেলিম ওসমান

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
ডিসেম্বর ৩১, ২০১৮ ৬:৩৮ পূর্বাহ্ণ
PicsArt 12 31 12.26.27

নারায়ণগঞ্জের কন্ঠ:

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে টানা দ্বিতীয় বারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন একেএম সেলিম ওসমান।

তিনি জাতীয় পার্টির মহাজোটের লাঙল প্রতীক নিয়ে ২৭৯৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম আকরাম পেয়েছেন ৫২৩৫২ ভোট।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ আসনের ১৭১টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলে। রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রাব্বী মিয়া বেসরকারি ফলাফলে একেএম সেলিম ওসমানকে নির্বাচিত ঘোষনা করেন । এই আসনে সর্বমোট ভোটার রয়েছে এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ৬‘শ ১৬ জন।

প্রসঙ্গত, ২০১৪ সালে মহাজোটের প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন নাসিম ওসমান। একই বছর তিনি মারা গেলে এই আসনটি শূন্য ঘোষনা করা হলে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেলিম ওসমান। এরপর তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে তিনি পুনরায় মনোনীত হন। তিনি এই আসনে লাঙল নিয়ে নির্বাচনে অংশ নেন।

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত