নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ ( সোনারগাঁও ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ফেস্টুন ব্যানারে সু সজ্জিত হয়ে বিশাল শোডাউনের মধ্যদিয়ে দিয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ।
বুধবার ( ১৪ নভেম্বর ) সকাল থেকেই সোনারগাঁও হতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়া পল্টনে এসে জড়ো হতে থাকে । পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিশাল শোডাউনের মধ্যদিয়ে নয়া পল্টন বিএনপির কার্যালয়ে গিয়ে এই মনোনয়ন ফরম জমা দেন তিনি ।
গতকাল সোমবার ফেনী-১, বগুড়া-৬ এবং বগুড়া-৭ নির্বাচনি আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রমের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মনোনয়ন ফরমের জন্য পাঁচ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তবে জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হচ্ছে আরও ২৫ হাজার টাকা।
উপস্থিত সোনারগাঁও থানা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ফজল হোসেন, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, শম্ভপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।